শফিউল আলম, রাউজানঃ
রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার একটি ইটভাটায় ডাবুয়া খালের পাশ থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। ৩১ জানুয়ারী বুধবার এই অভিযান পরিচালনা করেন রাউজান সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম। জানা যায় এম.আর. বি নামের একটি ইটভাটায় মাটি জোগান দিতে ভাটার কাছে থাকা একটি খালের পাশ থেকে স্কেলেভেটর দিয়ে মাটি কাটছিল। এই সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। উপজেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভুমি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাটি কাটার দায়ে ইটভাটার পরিচালনার সাথে জড়িত একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভূমি অফিসের এম. আরও এ্যালিন বলেন, যাকে জরিমানা করা হয়েছে তার নাম মো. মামুন। বৃন্দাবন এলাকার ইটভাটার মালিক মোহাম্মদ আলীর দাবি এম.আর.বি নামে কোন ইটভাটা নেই বৃন্দাবন এলাকায়। এ এলাকায় মো. মামুন নামের কোন ব্যক্তির ইটভাটাও নেই। প্রশ্ন উঠেছে এ অভিযান সমঝোতার অভিযান কিনা। অজ্ঞত ইটভাটা ও অজ্ঞত লোককে বলির পাঠাঁ করা হয়েছে এমন অভিযোগ করেন স্থানীয়রা।
রাউজানে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন