চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহামদ এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল ৩১ জানুয়ারি ২০২৪ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এসময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন ও চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধাদের চবি ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধারা হলেন দেশের সূর্য সন্তান। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী হয়ে আমি সত্যিই গর্বিত। বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা কখনো কারো রক্তচক্ষুকে ভয় করে না। বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করতে দেশে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বার্থান্বেষী মহলের এ অপচেষ্ঠাকে প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানেরা একতাবদ্ধ। এ দেশের মাঠিতে সকল ষড়যন্ত্র বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানেরা কখনো সফল হতে দেবে না।” মাননীয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করেন।
সৌজন্য সাক্ষাতের সময় প্রতিনিধিদলের মধ্যে চবি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কদর, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নূরুল আবছার, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দীন, চট্টগ্রাম মহানগর সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ^াস, জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, চাঁন্দগাও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুবউদ্দীন চৌধুরী, পাচঁলাইশ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহামদ মিয়া এবং হালিশহর থানা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম উপস্থিত ছিলেন।