বলিপাড়ার অন্যতম পরিচিত জুটি রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। একজন বলিউডের নামজাদা অভিনেত্রী, অন্যজন প্রতিষ্ঠিত প্রযোজক। বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন তারা। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমন ভাবে আলোচনা না করলেও কখনও সে ভাবে লুকোছাপাও করেননি রাকুলপ্রীত বা জ্যাকি কেউই। গেল কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। বিয়ের তোড়জোড় এখন তুঙ্গে। তার মাঝেই হোঁচট খেল প্রস্তুতি। তার দায় নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! পশ্চিম এশিয়ায় গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছিলেন জুটি। ছয়মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রস্তুতিও নেওয়া হয়েছিল তার।
এর মধ্যেই বাধ সাধলেন মোদী! গেল বছরের শেষের দিকে নিজের এক ভাষণে মোদী আর্জি রাখেন, যাদের জাঁকজমক করে বিয়ে বা যে কোনও সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে-তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদীর সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিম এশিয়ার বদলে এ বার ভারতের মাটিতেই বিয়ে করছেন তারা।
আগামী ২১ ফেব্রুয়ারি একে অপরের হাতে হাত রাখবেন রাকুলপ্রীত ও জ্যাকি।