শওকত হোসেন করিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ টি স্কেভেটর ও সাতটি ড্রাম ট্রাক জব্দ করছে ।
আজ (১ ফেব্রুয়ারি) বৃহষ্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার(ভূমি) এ টি এম কামরুল ইসলাম।
এ সময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যরা, সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন।
জানা গেছে, অভিযানে উপজেলার সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২ টি ড্রাম ট্রাক।
অপরদিকে ভূজপুর থানাধীন দাঁতমারার ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কর্তন করায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক ও নারায়ণহাট ইউনিয়নের হালদা ভ্যালি চা বাগান এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষের ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান স্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন