চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২৮) ও মো. আব্দুল্লাহ (৩৩) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বাজারের রায়হান টাওয়ারের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
গ্রেফতারদের শনিবার সকালে আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।