যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে। কেউ যদি কাউকে রাস্তায় রক্তাক্তা অবস্থায় পড়ে থাকতে দেখে, শীতে কাপড়ের অভাবে কাঁপতে দেখে, প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় রাত্রিযাপন করে, পথের কোন শিশুকে ক্ষুধার তাড়নায় কাতরাতে দেখে,আর সে যদি তার পাশে এসে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে তার মাঝে মানবতার লেশমাত্রও নেই। মোত্তাকীণদের গুণের মধ্যে গরিব দুঃখীদের কল্যাণে ধন-সম্পাদক ব্যয়কে আল্লাহ বিশেষগুরুত্ব প্রদান করেছেন। আর এ কারণেই মানবসেবাকে ইসলাম শুধু মানবতার বিষয় হিসেবে রাখেননি বরং একে উল্লেখ করেছেন এক মহৎ পূণ্যের কাজ হিসেবে। গত ৩ ফেব্রুয়ারী শনিবার আঞ্জুমানে কাদেরীয়া চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে আল্লামা শাহসুফী মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.)’র ৫ম বার্ষিক ওরশে কাদেরীর ৩য় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপরোক্ত কথা বলেন। হুজুরের বড় শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ্ মোহাম্মদ আলাউদ্দিন, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ শাহাদাত উদ্দিন আল হাছানি, মাওলানা আবুল কাশেম নুরী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল অদুদ, মাওলানা জিয়াউল হক আলকাদেরী, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম, ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মাহমুদ সালাউদ্দিন রাসেল চৌধুরী সেলু, মোহাম্মদ আলী চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, ওয়াসিম আকরাম, মোখতার হোসেন, মোহাম্মদ আলী রাসেল, হাজী মালেক, গোলাম শরীফ, নাসির, আব্দুল মান্নান সওদাগর, মুহাম্মদ ওসমান, লিটন, রাহাত, তুষার, জাবেদ প্রমূখ। কর্মসূচীতে ছিল দুস্থদের মাঝে টিন বিতরণ ও শীতবস্ত্র বিতরণ, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঔষধ সামগ্রী প্রদান, মাজার শরীফে নতুন গিলাফ পরিধান, পুষ্পমাল্য অর্পণ।
যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন