চট্টগ্রাম চকবাজারের আমীরবাগ আবাসিক এলাকায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সরোয়ার আলম খানের বাসায় গ্রিল কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয় তিনটার দিকে এসআর ভবনে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সরোয়ার আলম খান বলেন, শুক্রবার রাতে বাসায় আমি একা ছিলাম। আমরা পাচঁ ভাই-বোনের সকল স্বর্ণ আমার বাসায় ছিল।
রাত তিনটার দিকে বাসার পিছনের বেলকনির গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে। বাসায় থাকা পাচঁ ভাই-বোনের আনুমানিক ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যে রুমে স্বর্ণ ছিল, সেই রুমে আমি ছিলাম। এ ঘটনায় থানায় মামলা করেছি।
চুরির বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর। তিনি বলেন, গ্রিল কেট বাসায় ঢুকে চুরি করেছে চোর চক্র। সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।