মীরসরাই উপজেলা প্রাণীসম্পদ অফিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমান বাহিনীর গাড়ি উল্টে ৫ কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখি লেইনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারালে বিমান বাহিনীর ৬ টন ওজনের ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ৩ জন সামরিক কর্মকর্তা ও ২ জন বেসামরিক কর্মকর্তা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সোহেল সরকার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমান বাহিনীর গাড়ি উল্টে ৫ কর্মকর্তা আহত হর। তাদেরকে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।