ভোল্টেজ জটিলতায় প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বেলা পৌনে ৩টার দিকে ট্রেনগুলো হঠাৎ যাত্রাপথেই থমকে দাঁড়ায়। এ সময় উত্তরা সাউথ থেকে শেওড়পাড়া পর্যন্ত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেয় বলে জানান মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির মহাব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) মীর মনজুর রহিম। এতে কিছু সময় ভোগান্তির মধ্যে পড়েছিলেন মেট্রোর যাত্রীরা।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকর্তারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
ট্রেন চলাচল বন্ধ থাকাকালীন সময় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করছিলেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলে তারা গন্তব্যে পৌঁছান।