বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর বার্ষিক সাধারণ সভা ০৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ৭:০০ টায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সিইউডিএস এর মডারেটর প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ওমর হাজ্জাজ, ওয়েল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সিরাজুল ইসলাম ও সহকারী জজ কাওসার মাহমুদ।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সিইউডিএস এর সদস্যবৃন্দ সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বিতর্ক একটি অসাধারণ শিল্প, শিক্ষার্থীদের উচিত এ শিল্পচর্চা চলমান রাখা। বিতর্কের মাধ্যমে অনেক নতুন নতুন বিষয় ও অজানা তথ্য বেরিয়ে আসে।” মাননীয় উপাচায সুন্দর ও নান্দনিক সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র হিসেবে সিইউডিএস এর বিতার্কিকদের অগ্রদূত হিসেবে কাজ করার আহবান জানান। মাননীয় উপাচার্য সিইউডিএস এর চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সাধারণ সভায় সিইউডিএস এর ২৫ তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে মারজুক-ই-ইলাহী কে সভাপতি এবং মেহেদী হাসান ইমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেনÑসহ-সভাপতি নুজহাত তাবাসসুম, সহ-সভাপতি আরাফাত হোসেন, সহ-সভাপতি অর্ণব মিত্র, সহ-সভাপতি আহমেদ তানজিম, যুগ্ম সম্পাদক রাজিউর রাহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহেলী আযমান, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেক্রেটারি সাদেক মুজতবা মাহি, রিসার্চ এন্ড ডেভেলাপমেন্ট সেক্রেটারি দিদারুল মহসিন খান, ইভেন্ট এন্ড লজিস্টিক সেক্রেটারি আবদুল্লাহ চৌধুরী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মেহেদী হাসান মাহিম, ওমেন এ্যফায়ার্স সেক্রেটারি আনিকা আনজুম, ক্যাম্পাস এ্যফায়ার্স সেক্রেটারি অথৈয় রয় দ্বীপ, বাংলা বিতর্ক সম্পাদক রাতুল শেখ, ইংরেজি বিতর্ক সম্পাদক শ্রাবস্তি তালুকদার, অনলাইন এ্যফায়ার্স সেক্রেটারি আফিফা নাওরিন সামিহা, দপ্তর সম্পাদক ওয়াসিফ আর রাহমান, এসোসিয়েট রিসার্চ এন্ড ডেভেলাপমেন্ট সেক্রেটারি জিহাদ আলী এবং এসোসিয়েট মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেক্রেটারি শৈহেই নু মারমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নব নিযুক্ত সহ সভাপতি তানজিম আহমেদ ও নুজহাত তাবাসসুম। সভায় গত এক বছরে সংগঠনের বিতর্কের সাফল্য ও সাংগঠনিক অর্জনসমূহ জনসমক্ষে তুলে ধরা হয়। অনুষ্ঠানে শ্রাবস্তি তালুকদারকে ডিবেটার অফ দ্যা ইয়ার এবং ওয়াসিফ আর রাহমানকে অর্গানাইজার অফ দ্যা ইয়ার ঘোষণা করা হয়।