ম্যাচের বয়স বিশ মিনিট পেরোতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ড এফসির মাঠে শুরুর ধাক্কা সামলে প্রথমার্ধে সমতা টানেন সিটির ইংলিশ উইঙ্গার ফিল ফোডেন। বিরতির পর করেন জোড়া গোল। সোমবার জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ফোডেনের হ্যাটট্রিকে স্বাগতিক ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারায় ম্যান সিটি। এতে রেকর্ড গড়ে ‘স্কাই ব্লু’রা।
ঘরের মাঠে ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। গোলটি করেন ফরাসি স্ট্রাইকার নিল মোপে। ৪৫+৩তম মিনিটে সমতা টানেন ফোডেন। বিরতির পর ৫৩ এবং ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ইংলিশ লেফট উইঙ্গার। চলতি প্রিমিয়ার লীগে এ নিয়ে টানা চার অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে জয় পেলো ম্যান সিটি। লুটন টাউন, এভারটন, নিউক্যাসল এবং সবশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে পাওয়া এমন জয়ে রেকর্ড গড়ে সিটি।
প্রিমিয়ার লীগের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে ন্যূনতম টানা চার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেলো সিটিজেনরা। ২০২০ সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বরে এই কীর্তিটি গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা মোট ছয় অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল।
ম্যান সিটির জয়ের নায়ক ফিল ফোডেনকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসান দলটির কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘সে যেভাবে গোল করে, সমানতালে অ্যাসিস্টও করে। কারোর মধ্যে এই দুই গুণ একসঙ্গে পাওয়া বিরল। সে যখন প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে, ছুরির মতো আক্রমণাত্মক হয়ে সব ছিন্নভিন্ন করে লক্ষ্যভেদ করে। অনেকবারই আমি তাকে এই ভূমিকায় দেখেছি।’
গার্দিওলা বলেন, ‘ফিল (ফোডেন) এই দলে নিজের সেরা মৌসুমটা কাটাচ্ছে। সে ম্যাচের অবস্থা ঠিকমতো বুঝতে পারছে।’ ২০২৩-২৪ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ম্যান সিটির হয়ে ২২ ম্যাচে ৮ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন ফিল ফোডেন।
২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি। পঞ্চদশ স্থানে থাকা ব্রেন্টফোর্ড এফসির ২২ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।