চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আইন বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ০৬ ফেব্রুয়ারি ২০২৪ বেলা ১১:৩০ টায় চবি আইন অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক। চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন খালেদ, প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, প্রফেসর নির্মল কুমার সাহা, প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দীন ও প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “আইন বিভাগ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একটি ঐতিহ্য বিভাগ। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত সুনামের সাথে আইন পেশাসহ রাস্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করে দেশ-বিদেশে নিজেদের পারদর্শিতার সাক্ষর রেখে চলেছেন। এটা এ বিভাগ তথা বিশ^বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।” মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, “একটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা এ বিভাগে ভর্তি হওয়ার যে সুযোগ পেয়েছে তা যথাযত ভাবে কাজে লাগিয়ে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে জ্ঞানচর্চায় অধিকতর আত্ননিয়োগ করতে হবে।” মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে উক্ত বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম খলিল খান এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে অন্জিলা বড়ুয়া ও মিরাজ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী সাইমুর রহমান সুনিত ও ইস্মিতা আজীম। অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।