জ্ঞানী গুনি ব্যক্তিদের জম্মভুমি রাউজানে ছেলে মেয়েরা সুশ্ক্ষিায় শিক্ষিত হয়ে দেশ জাতির কল্যানে কাজ করবে
শফিউল আলম, সংবাদদাতা রাউজান: জ্ঞানী গুনি ব্যক্তিদের জম্মভুমি রাউজানে ছেলে মেয়েরা সুশ্ক্ষিায় শিক্ষিত হয়ে দেশ জাতির কল্যানে কাজ করবে। লেখাপড়ার পাশাপশি শিক্ষার্থীরা খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে হবে । রাউজানের সকল শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামোগত উন্নয়ন কাজ করা হয়েছে । শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের খেলাধুলায় পারর্দশি করে তুলতে খেলাধুলার সরঞ্জাম দেওয়া হয়েছে। উন্নত মানের খেলার মাঠ নির্মান করা হয়েছে । রাউজানের ছেলে মেয়েরা শিক্ষায় ও খেলাধুলায় দক্ষতা অর্জন করার মাধ্যমে রাউজানের সুনাম বৃদ্বি করবে । গতকাল ৭ ফেব্রুয়ারী বুধবার রাউজানের গহিরা আবদুল জব্বার ইয়াংমেন সোসাইটি উচ্চ বিদ্যালয়, চিকদাইর শাহাদাত ফজল উচ্চ বিদ্যালয়, রাউজান সরকারী কলেজ, রাউজান আর, আর, এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, সংর্বধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রালনয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন । অনুষ্টান সমুহে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা, রাউজান উপজেলঅ সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ পরিচালক উত্তম খীসা, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলঅ মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ গহিরা গহিরা আবদুল জব্বার ইয়াংমেন সোসাইটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ দিপক সরকার, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, পৌর প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরী, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, চিকদাইর শাহাদাৎ ফজল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোদ্দাসের আলম,রাউজান সালামত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন দাশ গুপ্ত।
শোক সংবাদ
শফিউল আলম, সংবাদদাতা রাউজান ঃনোয়াপাড়া শেখপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মরহুম আহমদ শুক্কুর কোম্পানীর বড় পুত্র ওরাউজান প্রেস ক্লাবের সহসভাপতি আ. স. ম ইদ্রিস (৬৫)গতকাল ৭ ফেব্রƒযারী বুধবার সকাল ১১টা ৫০ মিনিটের সময় চট্রগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আ. স. ম ইদ্রিস মৃত্যুকালে স্ত্রী সহ এক কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহি রেখে যায় । আ. স. ম ইদ্রিস এর বাড়ী সংগ্লন্ন মাঠে বাদে এশা অনুষ্টিত হয় আ. স. ম ইদ্রিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের মাগফেরাত কামনা করেছেন শেখপাড়া জামে মসজিদ পুনঃ নির্মান কমিটির ও শেখপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ ও রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারন সম্পাদক হাবিবুর রহমান সহ রাউজান প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।