নাইক্ষংছড়ি ঘুমধুম নয়াপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড নয়া পাড়া এলাকা থেকে অবিস্ফোরিত মর্টারশেলটি উদ্ধার করা হয়।
৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, দুপুর আনুমানিক ১টার দিকে নয়া পাড়া এলাকার ছোট শিশুরা পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে পরিত্যক্ত মর্টারশেলটি উদ্ধার করে নিয়ে যায় তারা। ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসার সময় অর্ধেক রাস্তায় মর্টারশেলটি এক জায়গায় ফেলে যায়।
ঘুমধুম পুলিশফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল পাওয়া গেছে। মর্টারশেলটি বিজিবি উদ্ধার করে নিয়ে গেছে।