৪ কোটি টাকায় ১০টি গোলচত্বর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
বৃহস্পতিবার নয়াবাজার মোড়ে গোলচত্বর (রাউন্ডএবাউট) নির্মাণকালে মেয়র রেজাউল করিম বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ১০টি গোলচত্বর নির্মাণ করব৷ নয়াবাজার মোড়ে গোলচত্বর নির্মাণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি৷ সাগরিকা, অলংকার, সল্টগোলা ক্রসিং, সিমেন্ট ক্রসিং, কাঠগড়, চকবাজার, অক্সিজেন এবং বহদ্দারহাটে বাকী ৯টি গোলচত্বর নির্মাণ করা হবে৷
“আমি দায়িত্ব নেয়ার পর পিসি রোডের কাজ থমকে ছিল৷ আমি সেসময় দিন-রাত পরিশ্রম করে পিসি রোডের কাজ শেষ করেছি। অলিতে গলিতে সব প্রয়োজনীয় সড়ক নির্মাণ করছি৷ মনোযোগ দিয়েছি ফুটপাত উদ্ধারে৷ আমার দায়িত্বকালেই নগরবাসী সড়ক অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন দেখবে৷”
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. ইসমাইল, নুরুল আমিন, মো. ইলিয়াছ, হুরে আরা বিউটি, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান।