ম্যাচ শুরুর আগে কিংডম অ্যারেনা আলোকিত করেন পেশাদার রেসলিংয়ে সর্বকালের সেরাদের একজন মার্ক উইলিয়াম ক্যালাওয়ে। পেশাদার রেসলিংয়ে যিনি পরিচতি ‘দ্য আন্ডারটেকার’ নামে। চিরাচরিত কালো পোশাক ও হ্যাট পরে ধীর পায়ে তিনি মাঠে ঢোকার সময় ব্যাকগ্রাউন্ডে বাজে তার আইকনিক মিউজিক। দর্শকদের পাশাপাশি চমকে যান আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও। দুই দলই তখন মাঠে পাশাপাশি দাড়িয়ে ছিল। প্রায় এক মাস এদিন মাঠে নামেন রোনালদো। মাঠে নেমেই একাধিকবার মেজাজ হারান, তার দলও হেরে যায় আল হিলালের বিপক্ষে।
সিজন কাপের ফাইনালে বৃহস্পতিবার আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচের পুরো সময়েই মাঠে ছিলেন রোনালদো। কিন্তু গোল করা তো দূরের কথা সুযোগও তৈরি করতে পারেননি। আল হিলালের হয়ে গোল করেন সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ ও সালেম আল-দাওসারি।
ম্যাচের মধ্যে আর শেষে মিলে এদিন তিনবার মেজাজ হারান রোনালদো।
গ্যালারিতে থেকে তার উদ্দেশ্যে ‘মেসি, মেসি’ বলে স্লোগান তোলেন দর্শকেরা। রোনালদো দর্শকদের প্রতি হাত উঁচিয়ে পাল্টা জবাবে বলেন, ‘আমি ক্রিস্টিয়ানো, মেসি নই।’ ম্যাচে নারী রেফারির প্রতিও একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। এক পর্যায়ে হাত দিয়ে ইশারা করে তাকে মাঠও ছাড়তে বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও নিয়ে সমালোনায় মুখর হতে দেখা যায় ফুটবল প্রেমীদের।
ম্যাচ শেষেও মেজাজ হারান আল নাসরের পর্তুগিজ অধিনায়ক। মাঠে আল হিলালের খেলোয়াড়েরা আল নাসরের খেলোয়াড়দের গার্ড অব অনার দেন। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো আল হিলালের খেলোয়াড়ের মাঝ দিয়ে যাওয়ার সময় রোনালদোর সামনে পড়েন এক মাঠকর্মী। হাত উঁচিয়ে তাকে সরে যেতে বলেন রোনালদো। এ সময় তার মুখভঙ্গি দেখেই বোঝা গেছে, বেশ বিরক্ত। তবে ড্রেসিংরুমে যাওয়ার পথে তার শেষ কাণ্ডটি যেন সবকিছুকেই ছাড়িয়ে গেছে। ড্রেসিংরুমে ঢোকার আগে রোনালদোর দিকে জার্সি ছুড়ে মারেন আল হিলালের এক সমর্থক। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জার্সিটি তুলে নিজের ঊরুসন্ধিতে ঘষে ফেলে দেন।