ভিনিসিয়ুস জুনিয়র নিজে করলেন এক গোল, করালেন আরও দুই গোল। তাতে কোনো স্বীকৃত সেন্টারব্যাক না থাকার সমস্যা যেন তুড়ি মেরে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ। জিরানোকে হারিয়ে লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরও এক ধাপ এগিয়ে যায় কার্লো আনচেলোত্তির দল।
শনিবার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচে জিরোনাকে ৪-০ গোলে হারায় রিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা জিরোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে তারা। শুরুতেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেওয়া ভিনিসিউস জুনিয়র পরে করেন জোড়া অ্যাসিস্ট। জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম। একবার জালের দেখা পান রদ্রিগো।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই চোখধাঁধানো এক গোলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। বাঁ দিকে ফেদে ভালভেরদে পাস পেয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বেলিংহ্যাম। বাঁ দিক থেকে প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে দারুণ পাস দেন ভিনিসিউস। সেটা ধরে আগোয়ান জিরোনা গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান বেলিংহ্যাম।
বিরতির পর শুরুতেই ব্যবধান ৩-০ করে রিয়াল।
ভিনিসিয়ুসের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক, ফিরতি বল কাছ থেকে ফাঁকা জালে পাঠান বেলিংহ্যাম।
৬১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান রদ্রিগো। ভিনিসিয়ুসের পাস ধরে ছুটে গিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার।
লা লিগায় ২৪ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে জিরোনার ৫৬ পয়েন্ট, তারা দুই নম্বরে। তিন নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৩ ম্যাচে ৫০। ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ চারে আছে।