চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
জানা যায়, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- ৮নং সোনাইছড়ি ইউনিয়নের নুরুল আলমের ছেলে মোঃ রমজান আলী(২৩) ও একই ইউনিয়নের হায়দার আলীর ছেলে সাইদুল (২৫) এবং একই উপজেলার টবাকো গেইট ইমাম নগরের দিদারুল আলমের ছেলে আশরাফুল হাসান প্রকাশ শাওন (২৪)। তাদের কাছ থেকে একটি দামি মোটরসাইকেল উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক ডাকাতি মামলার রয়েছে।
সীতাকুণ্ডে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন