মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই:
কাপ্তাই ১০ আরই সেনা ব্যাটালিয়ন কর্তৃক স্থানীয় বিপুল সংখ্যক গরীব, অসহায় নারী ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার(১১ ফেব্রুয়ারী)
১০ আরই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ তাওহিদ আমিন পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি স্থানীয় গরীব, অসহায় নারী ও স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে শীতবস্ত্র তুলে দেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনী অসহায়, গরীব ও দুস্থদের পাশে সব সময় ছিল, আগামীতেও থাকবে। তিনি বলেন, ভবিষ্যতেও অসহায়দের মাঝে এধরনের আরও সহযোগীতা করা হবে। বিতরণ অনুষ্ঠানে এসময় স্থানীয় ২ নং ওয়ার্ড মেম্বার মাহমুদুল হক, গবাঘোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা বড়ুয়া, প্রাক্তন ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, স্থানীয় কারবারী তুষার চাকমা উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে ১০ আরই সেনা ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন