মার্কাস রাশফোর্ডের ৮ মিনিটের গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড প্রথমার্ধটা শেষ করেছিল ইতিহাদে ম্যানচেস্টার ডার্বি জয়ের স্বপ্ন নিয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ইউনাইটেডের সেই স্বপ্ন চুরমার করেছে সিটি। জোড়া গোল করেছেন ফিল ফোডেন, সিটির অন্য গোলটি আর্লিং হলান্ডের।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে থেকে সপ্তাহটা শেষ করল টানা তিনবারের চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট সিটির। শনিবার দারউইন নুনিয়েজের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পাওয়া লিভারপুলের সমান ম্যাচে ৬৩ পয়েন্ট। আগামী রোববার অ্যানফিল্ডে মুখোমুখি হবে লীগের শীর্ষ দুই দল। এবারের লীগে ১১তম হারের দেখা পাওয়া ইউনাইটেড ১১ ম্যাচ হাতে রেখে শীর্ষ চারের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে পড়ল। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দলটি এখন আছে ছয়ে।