দ্যা পেনিনসুলা চিটাগং নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পোল্যান্ডের নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) দুপুরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে জিইসির মোড় এলাকার হোটেলটির ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্ট্রারে ওই ব্যক্তির নাম লেখা আছে- ZDZISLAW MICHAL CZERYBA। বয়স ৫৮ বছর।
কর্মস্থল সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টস।
পুলিশ জানিয়েছে, পোল্যান্ডের ওই নাগরিকের মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখা গেছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেওয়া হয়, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। এসময় তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া যায়।