মাহে রমজানকে সামনে রেখে বর্তমান সময়ের চায়ের দোকান থেকে শুরু করে সবজায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন অস্থাভাবিক, অনাকাক্সিক্ষত এবং আকস্মিক বৃদ্ধি পাচ্ছে যে, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। ফলে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনধারণ ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে। তাদের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন নতুন এক অভিশাপের নাম। এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত শ্রেণির মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়বে। এর সাথে আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ল। এভাবে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে মানুষের বাঁচার উপায় কি? গত ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে লাগানহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবীতে মানববন্ধন ও সমাবেশ সংগঠনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচবি অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জেহাদী। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সেলিম, মহানগর দক্ষিণের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কে.এম নুর উদ্দিন চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাফেজ আনসারুল হক, দপ্তর সম্পাদক মাষ্টার বদিউর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম এমদাদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জানে আলম ফারুকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইউসুপ, চকবাজার থানার আহবায়ক মাওলানা নুরুল আলম, ছাত্রসেনা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ ফজল হক ফারুক, মোশারফ হোসেন, মুহাম্মদ রাকিব প্রমুখ।