“Network Security, Big Data Analytics, Pattern Recognition, Cryptography and Bio Informatics” শীর্ষক বিষয়ে এক সেমিনার ০৫ মার্চ ২০২৪ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেটওয়ার্ক নিরাপত্তা, বিগ ডেটা অ্যানালিটিক্স, প্যাটার্ন রিকগনিশন, ক্রিপ্টোগ্রাফি এবং বায়োইনফরমেটিক্স বিশেষজ্ঞ ভারতের অ্যাডামাস বিশ^বিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাধা তমাল গোস্বামী। চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফার সঞ্চালনায় সেমিনারে চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহদাত হোসেন, ভারতের অ্যাডামাস বিশ^বিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. সুরজিত বিশ^াস, চবি রেজিস্ট্রার, কলেজ পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. রাধা তমাল গোস্বামী, আগত অতিথিসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “পরিবর্তনশীল এ বিশে^ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন সমসাময়িক বিষয়ে আমাদের অধিকতর মনোযোগী হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গভীরভাবে জ্ঞানচর্চা ও গবেষণায় এ বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষক-গবেষকদের আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।” মাননীয় উপাচার্য বলেন, “প্রতিযোগীতামূলক এ বিশে^ নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আর্ন্তজাতিক মানের শিক্ষা অর্জনে মনোনিবেশ করতে হবে। তিনি সমসাময়িক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কার্যকরী ভূমিকা পালন করার আহবান জানান। তিনি সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।
সেমিনারে সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।