চবি সাংবাদিক সমিতি কর্তৃক প্রকাশিত বার্ষিক স্মারক ‘আঙ্গিনা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান ০৫ মার্চ ২০২৪ উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১:৩০ টায় উক্ত বার্ষিক স্মারক ‘আঙিনা’র মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির দপ্তর, প্রকাশনা ও প্রচার সম্পাদক ও ‘আঙিনা’র সম্পাদক মোহাম্মদ আজহার। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সমিতি কর্তৃক প্রকাশিত বার্ষিক স্মারক প্রকাশনার এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এ মহৎ পেশাকে সমুন্নত রাখতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরী। চবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ লেখা-পড়ার পাশাপাশি সাংবাদিকতার মত মহৎ পেশায় নিজেদের সম্পৃক্ত করে এ বিশ^বিদ্যালয় তথা দেশ-জাতির উন্নয়নে বিভিন্ন বিষয় তাদের লেখনির মাধ্যমে তুলে ধরবে এটাই প্রত্যাশিত।” মাননীয় উপাচার্য সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে চবি সাংবাদিক সমিতি কর্তৃক প্রকাশিত বার্ষিক স্মারক ‘আঙ্গিনা’র মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে চবি সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, সমিতির সাধারণ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।