বাংলাদেশকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে সফরকারীরা। প্রথম ম্যাচে ২০৭ রান তাড়া করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিষিক্ত জাকের আলী অনিকের ফিফটিতে নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান কিন্তু তীরে এসে তরি ডুবে নাজমুল হাসান শান্তর দলের। তবে এই ম্যাচ হারলেও ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন জাকের আলী। মরা ম্যাচে প্রাণ ফিরিয়ে দিয়ে শেষ পর্যন্ত দল হারলেও নায়ক হন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের। আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে দলকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই সিলেটে হোটেলেই দিন কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে শুয়ে বসে থাকেননি একেবারে। করেছেন জিম ও সুইমিং।
কেউ কেউ বের হয়েছেন বাইরেও। আজ পরিপূর্ণ বিশ্রামে চাঙ্গা হয়েই মাঠে নামবে দল এমনটাই আশা টিম ম্যানেজমেন্টের। দলীয় একটি সূত্রে জানিয়েছে, ‘ক্রিকেটাররা দারুণ লড়াই করেছে প্রথম ম্যাচে। দুর্ভাগ্য যে শেষ মুহূর্তে জয় হাত ফসকে গেছে। তাই মানসিক ও শারীরিকভাবে যেন ক্রিকেটাররা চাঙ্গা হয়ে মাঠে নামতে পারে তাই তাদের বিশ্রাম দেয়া হয়েছে। তবে হোটেলে তারা জিম করেছে, কেউ সুইমিং করে সময় কাটিয়েছে।’ গত সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওভারের তৃতীয় বলে জাকের আলী আউট না হলে ম্যাচটা বোধহয় বাংলাদেশেরই হতো। মূলত টি-টোয়েন্টিতে ২০০-র বেশি রান তাড়া করে মোটে তিন রানে হার বাংলাদেশকে অনেকে উন্নতিও দেখছে এই ফরম্যাটে! সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ফের মাঠে নামবে দু’দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর দলের সামনে। আজ দলে বড় কোনো পরিবর্তন হয়তো দেখা যাবে না। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামারই সম্ভাবনা বেশি। পরিবর্তন আসলেও সেটি বোলিংয়ে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।