শওকত হোসেন করিম, ফটিকছড়ি:
ফটিকছড়ি পৌরসদর বিবিরহাট বাজারের ভয়ংকর আকার ধারণ করেছে মোটর সাইকেল (বাইক) অবৈধ পার্কিং। বিবিরহাট বাজারের কলেজ রোড, দরগা রোড আলী আকবর রোডের একপাশ মোটরসাইকেল অবৈধ পার্কিং দখল করে নেয় প্রতিনিয়ত । আসন্ন রমজান মাসের বাজার করতে আসা মানুষ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই অবৈধ পার্কিংয়ের জন্য। গত কয়েক বছর ধরে ওই অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। খবর নিয়ে জানা গেছে, প্রতি সপ্তাহে দুইদিন বৃহস্পতিবার ও সোমবার বাজার বসে এ বাজারে। বাজার বারে গরু-ছাগল বেচা-কিনা হয়, গরুর নিয়ে বড় বড় ট্রাক বাজারের ভিতরে প্রবেশ করে। এতে যানজটের দুর্ভোগ আরো ভয়ংকর রূপ নে বৃহস্পতিবার ও সোমবারে। এই বিবিরহাট বাজারে প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ বাজারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতে আসে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসব মানুষের সুষ্ঠু যাতায়াতের স্বার্থে শিগগিরই কলেজরোড, আলী আকবর রোড দরগা রোডে মোটরসাইকেল অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা করার দাবি ভুক্তভোগীদের। আজ (৬ মার্চ) বুধবার দুপুর ১টায় ফটিকছড়ি পৌরসদর বিবিরহাট বাজার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফটিকছড়ি কলেজ রোডে মীর জাহানারা কমপ্লেক্স, ইসলামী ব্যাংক, জনতা মার্কেট (হক মার্কেট), একে সেন্টার মোটরসাইকেল অবৈধ পার্কিং করে রেখেছে। এর ফলে রাস্তা অত্যন্ত সরু হয়ে যায় । বিপরীত দিক থেকে গাড়ি আসলে চরম যানজট সৃষ্টি হয়। ৫ মিনিটের রাস্তা অতি যানজটের কারণে সময় ১ ঘন্টাও লেগে যায়। ফাল্গুন মাসের তীব্র রোদে এই যানজট দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিবিরহাট বাজারে আসা ছোট বাচ্চাসহ এক মহিলা বলেন, মানুষ চলাচলের জায়গায় মোটর সাইকেল পার্কিং করে রেখেছে। ভয়ে ভয়ে পথ চলতে হয় রাস্তার মাঝখান। ব্যাটারি চালিত রিক্সার ধাক্কা খেয়েছি দুই জায়গায়। বিবিরহাটে বাজার করতে আসলেই এই দুর্ভোগে অতিষ্ঠ হয় পড়ি। সিএনজি চালক মোহাম্মদ রফিক বলেন, যানজটের ভয়ে বাজারের ভিতরে গাড়ি নিয়ে যেতে ইচ্ছে করে না। দীর্ঘক্ষণ সময় লেগে যায়। তাই আমরাও যাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায় করতে হয়। কিন্তু সময় চলে যায় বেশি, রাস্তার একপাশ মোটরসাইকেল অবৈধ পার্কিং দখলে সৃষ্টি যানজটের কারণে। বাজারের ব্যবসায়ী সাইফুল জানান, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল পার্কিং নিষেধ করলেও শোনে না কথা। মোটরসাইকেল চালকরা উল্টা তর্ক করে বলেন ১০ মিনিটের জন্য রেখে যাচ্ছি এখন চলে আসব। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে গেলেও আসার কোন খবর থাকে না। বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দীন মেম্বার বলেন, বাজার সমিতির পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগ জানাইছি। এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক জানায়, মোটর সাইকেল অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব।