মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরীকে ৪ (চার) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী ৬ মার্চ ২০২৪ বুধবার অপরাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন।
নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ এর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরীকে উপাচার্যের অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ-ডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করে এম.এ. ডিগ্রী, এবং ১৯৮২ সালে একই বিভাগ থেকে বি.এ. (অনার্স) ডিগ্রী লাভ করেন। এ মেধাবী শিক্ষক কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৭৮ সালে এইচএসসি এবং ১৯৭৬ সালে এসএসসি পাস করেন। তিনি ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০০৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এ কৃতি শিক্ষক-গবেষকের ৪টি গ্রন্থ, ২টি উল্লেখযোগ্য গবেষণা কর্ম, ৫টি এম. ফিল. ও পিএইচ.ডি. গবেষণাকর্মের সুপারভাইজার, ৩টি গবেষণাপত্র (ইংরেজি), ৮টি গবেষণা পত্র (বাংলা), ৬৩টি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ ও নিবন্ধ রয়েছে। তাঁর ৩৭ বছরের শিক্ষকতা জীবনে অধ্যাপনা ও প্রশাসনিক দায়িত্বের মধ্যে রয়েছে- দুই মেয়াদে (২০১৪-২০১৬ ও ২০১৭-২০১৯) চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, ২০১৫ সাল থেকে চবি সিনেট সদস্য (চলমান), ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি (২০০১-২০০৪), চবি ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ এর প্রতিষ্ঠাকালীন পরিচালক (২০১২-২০১৫), চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি (২০১৭-২০২২), চবি শিক্ষক সমিতির দুই মেয়াদে (২০১০-২০১১ ও ২০১৩-২০১৪) নির্বাচিত সাধারণ সম্পাদক, চবি চাকসু কেন্দ্রের পরিচালক, চবি ক্লাব (শহর) এর সভাপতি ও সাধারণ সম্পাদক (২০০৯-২০১৬), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য বিদেশে ছুটিতে থাকায় (১৩ মার্চ ২০১৮ উপাচার্যের এবং ০৮ থেকে ১৩ মার্চ ২০১৮ উপ-উপাচার্যের রুটিন ও অতিরিক্ত দায়িত্ব পালন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সদস্য (২০২১ থেকে চলমান), চবি একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ইন্টারন্যাশনাল মেডিকেল ও ডেন্টাল কলেজে পরিচালনা পর্ষদ সদস্য (২০১৪-২০১৭) এবং (২০১৮-২০২১) এর দায়িত্ব পালন ।
প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী ১২ মার্চ ১৯৬১ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম বাচা মিয়া চৌধুরী ও মাতা মরহুমা নূরজাহান বেগম চৌধুরী।
চবি’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন