চট্টগ্রাম সিটি মেয়র ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও করমেলার উদ্বোধন করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার নগরীর লালদিঘিস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের নীচতলায় ৮টি বুথে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এবং লালদিঘি মাঠে করমেলার আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে নানা পদক্ষেপ নিয়েছি। মেমন মাতৃসদন হাসপাতালকে একটি আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য অবকাঠামোগত ও অন্যান্য উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেছি।
“কদমতলীতে রেড ক্রিসেন্টের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন-রেড ক্রিসেন্ট ফিজিও অর্থোপেডিক পুণর্বাসন সেবা কেন্দ্র স্থাপন করেছি যাতে সমাজের প্রান্তিক শ্রেনী স্বল্প মূল্যে ফিজিও থেরাপি সেবা গ্রহন করতে পারবে। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী এন্ড ম্যাটস-এ বি.এস.সি ইন নার্সিং কোর্স চালুকরণ, ডাঃ জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বিএইচএমএস কোর্স চালুকরণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতালে রূপান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ইপিআই কার্যক্রম আধুনিকীকরণের জন্য চালু করা হয়েছে ই-ট্র্যাকার। চালানো হয়েছে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম। উদ্যোগ নিয়েছি চসিক এর ডাঃ জাকির হোসেন হোমিও কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের।”
চসিকের আর্থিক সক্ষমতা বাড়াতে নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, মেয়রের দায়িত্ব গ্রহণ করে দেখতে পেলাম ধার্যকৃত মূল্যায়নের করদাতাদের নানা অভিযোগ। জনঅসন্তোষ নিরসণে ৬টি রিভিউ বোর্ড গঠন করে উক্ত রিভিউ বোর্ডে আমি নিজে উপস্থিত থেকে গণশুনানির মাধ্যমে করদাতাদের চাহিদা মতে সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করি। এতে নগরবাসীর গৃহকর নিয়ে যে অসন্তোষ ছিল তা প্রশমিত হয়েছে। আমার এ উদ্যোগের ফলে ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ২৪ কোটি টাকা বেশি রাজস্ব আয় বেড়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারি, নাজমুল হক ডিউক, আবদুস সালাম মাসুম, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবদুল মান্নান, নূর মোস্তফা টিনু, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, কর কর্মকর্তা সেলিম উদ্দিন শিকদারসহ স্বাস্থ্য ও রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।