চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ইফতারসামগ্রী পেল ৩০০ অসহায় পরিবার।
বৃহস্পতিবার আমিন জুট মিল ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে ইফতার বিতরণকালে মেয়র বলেন, অর্থাভাবে যাতে কারো রোজা পালন ব্যাহত না হয় তার জন্য আমাদের এ প্রয়াস। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
আমিন শিল্পাঞ্চল আওয়ামীলীগ ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড নেতা নুরুল আলমের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, মাহবুবুল আলম, এস এম খালেদ বাবলু, নুরুল ইসলাম নুরুসহ এলাকাবাসী।