চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) নিয়োগ করায় ৭ মার্চ ২০২৪ চবি পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে দুপুর ১২:৩০ টায় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি চবি নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী তাঁর অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
মাননীয় উপাচার্য চবি নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরীকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, “প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী একজন গুণী শিক্ষক এবং দক্ষ প্রশাসক। তিঁনি ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সহ বহু প্রশাসনিক কর্মকাণ্ড সুচারুভাবে সম্পন্ন করেছেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রশাসনে তাঁর মেধা ও প্রজ্ঞা সংযুক্ত হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এ বিশ^বিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশিত।” মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনায় নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চবি রেজিস্ট্রার কে. এম. নুর আহমদের সভাপতিত্বে এবং চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, চবি শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর সদস্য প্রফেসর ড. রকিবা নবী, চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাহ-এ-নূর কুদ্সী ইসলাম, চবি অফিসার সমিতির সাধারন সম্পাদক আবদুল্লাহ আল আসাদ, চবি কর্মচারী সমিতির সভাপতি মোঃ সুমন (সুমন মামুন), চবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আজহার এবং চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন।
অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।