বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন আগেই জানিয়ে দিয়েছেন তিনি আর সমিতির নির্বাচনে অংশ নেবেন না। অন্যদিকে চিত্রনায়ক ফেরদৌস, সাইমন সাদিকও নির্বাচন করবেন না। অনন্ত জলিল কিংবা শাকিব খানকে সভাপতি করেও প্যানেল গোছাতে চেয়েছিলেন নিপুণ। কিন্তু তারা দুজনই নির্বাচনে আগ্রহী নন। যার ফলে বেশ বিপাকে পড়েছেন নিপুণ। কারণ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এপ্রিলের ২৭ তারিখ। দেড় মাসের মতো সময় বাকি আছে। কিন্তু এখন পর্যন্ত সভাপতি খুঁজে পাননি এ নায়িকা। এরইমধ্যে মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল করার ঘোষণা দিয়েছেন। সেখানে যোগ দিয়েছেন নায়ক জয় চৌধুরীও।
আরও বেশকিছু তারকা এই প্যানেলে যোগ দিতে পারেন, সেরকম ইঙ্গিতও মিলেছে। কিন্তু বিপরীতে নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে প্যানেল গড়বেন। কিন্তু সভাপতি কাকে করবেন তার কূল-কিনারা এখনো করতে পারেননি। যাদেরই চেয়েছিলেন তারাই নাকচ করেছেন কিংবা নির্বাচনে অনাগ্রহ প্রকাশ করেছেন। এমন যখন অবস্থা তখন নিপুণের হাতে অপশনও খুব বেশি নেই। অনেকেই ধারণা করছেন অমিত হাসানকে সভাপতি করে নিজের প্যানেল ঘোষণা করতে পারেন নিপুণ। আবার অনেকে বলছেন, নিপুণ সময় নিচ্ছেন। চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। সব মিলিয়ে আরও কয়েকদিন বাদে নিজের প্যানেলের ঘোষণা দিতে পারেন এ নায়িকা।