শুক্রবার ভোরে পৌরসভার শাহাজালার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা হবে বলে ধারণা করেন কলোনীর মালিক মোহাম্মদ ইব্রাহিম। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
শুক্রবার ভোরে পৌরসভার শাহাজালাল পাড়া এলাকায় ইব্রাহিমের কলোনীতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে টিন সিটের ১৪ টি পরিবারের আসবারপত্র, নগদ অর্থ ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিদুর্গত পরিবারগুলো হল, ফাতেমা বেগম, শহরবানু,মো: মঞ্জু, পান্না, মো: সুমন, আকতার হোসেন, মো: নুরমিয়া, মো: নাছির উদ্দীন, আকলিমা, মো:আলী, মো: ওসমান, মো:ওয়াসিম, মো: শাহআলম ও মো: নাছিরের পরিবার।
কলোনীর মালিক ইব্রাহিম জানান, আমার কলোনীতে ১৪ টি পরিবার বসবাস করেন। শুক্রবার ভোরে হঠাৎ অগ্নিকান্ডে কলোনীর ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দেড়ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।