বোয়ালখালীতে রান্নাঘরের চুলার আগুনে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাপচর গ্রামের সাহেব মিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এ আগুনে ছোট-বড় মিলিয়ে ১২টি কাঁচাঘর পুড়ে গেছে।