মিরসরাইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: মিরসরাইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জামান দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জেলা প্রশাসক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করেছেন। তিনি বাংলাদেশ কে উন্নয়নশীল দেশ থেকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ কে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের আওতায় যে ঘরগুলো দিয়েছেন সেগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের অংশীদার করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তিনি রবিবার (১০ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তানজিয়া রহমানের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সঞ্চালনায় কিশোর কিশোরীদের মেধা ও মননবিকাশে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প একাডেমিতে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম ওয়েল ফেয়ার লেডিস ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন ও বিতরণ করেন তিনি । এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত ইছাখালী আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের আসন্ন রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানূর রহমান, মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানসহ চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। এর আগে জেলা প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে গাছের চারা রোপন ও শেখ হাসিনা সরোবরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে নির্মিতব্য শিল্প পুলিশ থানা পরিদর্শন করেন। মহামায়া এলাকায় কৃষি ড্রেন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।