শওকত হোসেন করিম, ফটিকছড়ি : ‘হেঁটে গেলে পোহাতে হয় কাঁদা পানির বিড়ম্বনা আর গাড়িতে উঠতেই বুক কাঁপে’। এই কথাগুলো বলেন ফটিকছড়ি উপজেলার পেলাগাজি-কাজিরহাট- হেঁয়াকো সড়ক ব্যবহারকারী মোহাম্মদ কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টি হয়েছে। এতে ফটিকছড়ির অর্ধশত ইট ভাটার সামনে সড়কে মাটি থাকায় অল্প বৃষ্টিতে ওই মাটি কাঁদায় পরিণত হয়েছে। সড়কগুলো হয়েছে কৃষি জমিনের মতই আর মানুষ হয়েছে কাঁদা বন্দি। সরেজমিনে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, উপজেলার পাইন্দং, সুয়াবিল, হারুয়ালছড়ি ও ভূজপুর এলাকায় মাটি বহনকারী গাড়ি হতে মাটি ছিটকে পড়ে পিছ ঢালা সড়কে। অল্প বৃষ্টিতে ওই মাটি কাঁদায় পরিণত হয়। সড়কগুলোতে কাঁদা যুক্ত পানি হয়ে দুর্ঘটনার আশঙ্কাজনক হয়ে পড়েছে। এছাড়াও গাড়ির চাকার পৃষ্ট হয়ে কাঁদামাটি পানি পথচারি মানুষের কাপড়-চোপড়ে ছিটকে পড়ে কাপড়-চোপড় নষ্ট হয়ে য়াচ্ছে। এদিকে, কিছু কিছু সড়কে ইট ভাটার মালিক কর্তৃক কয়েকজন লোক দিয়ে ওই কাঁদা মাটির সরানো কাজে দেখা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে (ইউএনও) ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাড়িতে উঠতেই বুক কাঁপে অল্প বৃষ্টিতে ফটিকছড়ি সড়কের বেহাল দশা!
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন