লালখান বাজার মহল্লা পরিষদের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ গত ১৬ই মার্চ বিকেলে স্থায়ী বার্ডস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সফিকুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্ঠা হাবিব উল্লাহ মজুমদার, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন প্রকৌশলী মুজিবুর রহমান, পরিষদের সহ সভাপতি জি. এম. ফারুক, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম পাটওয়ারী, সদস্য শহিদ উদ্দীন আলমগীর, মোঃ সলিমুল্লাহ, ফজলুল করিম পলাশ, ফয়সাল খান মোরশেদ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাসে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। লালখান বাজার মহল্লা পরিষদ প্রতি রমজান মাস বিভিন্ন সময়ে হতদরিদ্রদের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সেবামুলক সহযোগিতা দিয়ে আসছে। যা সত্যি প্রশংসনীয়।তিনি এ মহতি উদ্যোগকে চলমান রাখার জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।
লালখান বাজার মহল্লা পরিষদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন