এই পবিত্র মাহে রমজানে একটি ইসলামী সংগীত। একজন অমুসলিম পরিবারের সন্তান হয়ে কী চমৎকারভাবে রচনা করলেন অসাধারণ একটি ইসলামী সংগীত।
আমি দরুদ পড়ি, সালাম করি
ওই নবীর শানে, নবীরও শানে
ওই ফেরেস্তা বলে-মাওলার সাল্লেওয়ালা
আমার কানে কানে, কানে কানে।
তুমি এসেছো বলেই কোকিল ধরেছে গান
এই জেগেছে ধরা, করে তব গুনগান-২
ইয়া হাবিবে খোদা, মাওলার কামলেওয়ালা-২
ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া____ মাওলা।
আমার মন বাগানে ফুটেছে যে ফুল
ঐ ফুলের সুভাষ মাওলা করহে কবুল
আমার বেকুল হৃদয় তওবায় করে ফরিয়াদ
মাওলা পরকালে তুমি দিও হে জান্নাত
দিও হে জান্নাত, রাসুল দিওহে জান্নাত।।
ইয়া হাবিবে খোদা, মাওলার কামলেওয়ালা-২
ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া____ মাওলা।
আমি গুনাহকার উন্মাদ, শত করেছি ভুল
তুমি স্বপ্নেও হলে দেখা দিও রাসূল
আমি দুহাত তুলে করি মোনাজাত
গোলাম করেই টাই দিও, দিও হে জান্নাত।
ইয়া হাবিবে খোদা, মাওলার কামলেওয়ালা-২
ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া____ মাওলা।
ফরিয়াদ- সুব্রত আপন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন