শওকত হোসেন করিম, ফটিকছড়ি:
ফটিকছড়িতে পুকুরে ভেসে উঠছে একে পরিবারে দুই শিশুর মৃতদেহ। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় উপজেলা দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ডের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুরা ওই এলাকার সার্ভেয়ার মোঃ ইয়াছিন এর একমাত্র পুত্র মোহাম্মদ হাদিদ (৪) ও তার ছোট ভাই প্রবাসী মোঃ নাজিম এর একমাত্র পূত্র মোহাম্মদ আল আমিন নাহিদ (৩)।
জানা যায়- হাদিদ এবং নাহিদ তারা দুজন চাচাতো-জেঠাতো ভাই অনেকক্ষণ ধরে খোঁযে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের অনেক খোঁজাখোজির পর একপর্যায়ে বাড়ির দপুকুরে গিয়ে তাদের মৃত দেহ পাওয়া যায়।
নিহত শিশুর হাদিদের বাবা ইয়াছিন গিলাফ করে বলেন- আল্লাহ কে আমার ছেলেকে নিয়ে গেল। আল্লাহর এমন মায়া কিভাবে হল! আমরা এখন কি নিয়ে থাকবো। এ বলেই তিনি জ্ঞান হারাচ্ছেন।
ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেলো একই পরিবারের ২ শিশুর

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন