বলিউড অভিনেতা অজয় দেবগানের ৫৫ বছর পূর্ন হলো। তাই বলিউড অভিনেত্রী ও স্ত্রী কাজল ইনস্টাগ্রামে আবেগঘন একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সঙ্গে দিয়েছেন অজয়ের ভ্রমণের ডায়েরি থেকে একটি ছবি। স্ট্যাটাসে কাজল লিখেন – আমি জানি, তুমি তোমার জন্মদিন নিয়ে খুবই আনন্দিত। তুমি এতোটাই উচ্ছ্বসিত যে শিশুদের মতো লাফিয়ে উঠছো, হাতে তালি দিচ্ছো। এবং কেকের চারপাশে ঘুরঘুর করছো। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অজয় দেবগান। একসঙ্গে আমাদের যাত্রা চলতে থাকুক।
কাজলের এই পোস্ট দেওয়ার সাথে সাথে এক লাখেরও বেশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে শাশুড়ির জন্মদিনেও বউ-শাশুড়ির মিষ্টি একটি ছবি শেয়ার করে ভক্তদের অবাক করে দিয়েছিলেন কাজল।