নগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মোচেন মোল্লার ছেলে রোকন মোল্লার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী রেহেনা বেগম যৌতুক মামলা দায়ের করেন। রোকন এই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে ওয়ারেন্টভুক্ত আসামী রোকনকে নগরকান্দা থানা পুলিশ আটক করে। আটকের ঘটনায় আসামির স্বজনরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায় ও রোকনকে ছিনিয়ে নেয়। এঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আসামী ছিনিয়ে নেওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রোকনকে ধরতে গেলে আসামির স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে রোকনকে ছিনিয়ে নেয়। পরে হামলায় অভিযুক্ত ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক-৫

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন