শফিউল আলম, রাউজানঃ প্রধানমন্ত্রীর উপহার, সুলভমূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে কমদামে গরুর মাংস,পেঁয়াজ,ডিম ও দুধ বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।গতকাল ২ এপ্রিল মঙ্গলবার সকালে ইউনিয়নের বৈজ্জাখালী বাজারে ভার্চুয়ালী যুক্ত হয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি,প্রধান অতিথি হিসাবে সুলভমূলে মাংস, পেঁয়াজ,দুধ ও ডিম বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন তাঁর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচী বাস্তবায়ন করছে উরকিরচর ইউনিয়ন পরিষদ। প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা ও প্রতি ডজন ডিম ১০০ টাকা দরে বিক্রি করা হয়। বর্তমান বাজার মূল্যের চেয়ে কমদামে পেয়ে ভীড় করেন ক্রেতা সাধারণ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু।ছাত্রলীগ নেতা মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি লিটন চৌধুরী,সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রীদিপ কুমার বড়ুয়া, ইউনিয়ন আওয়ািমীলীগের সহ সভাপতি হাজী রফিক সওদাগার, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ,সেলিম উদ্দিন চৌধুরী মিয়া,সাধারণ সম্পাদক শফিউল আলম,যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,সরওয়ারুল আলম,ইউপি সদস্য জয়া রানী বড়ুয়া, ফাতেমা খাতুন,জাহাঙ্গীর আলম,তাপস বড়ুয়া,শেখ মনিরুল ইসলাম,শেখ নুরুল আজিম জুয়েল,আরমান হোসেন,কাউছার আলম,সাজ্জাদ শাহ,দিবস বড়ুয়া, জাকের হোসেন,আওয়ামীলীগ নেতা এস এম আব্দুর রহিম,নুরুল আবছার,আবু শাহ,গোলাম রসুল,আবু তাহের,যুবলীগ নেতা সৈয়দ রবিউল হোসেন আরিফ,ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,যুগ্ম সম্পাদক লোকমান আনছারী,সন্জয় চৌধুরী,শেখ শাওন,জাহাঙ্গীর,আজম,এরশাদ,বাদশা,ছাত্রলীগ নেতা শেখ তাসিব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউজানে রমজান উপলক্ষে কম দামে মাংস, ডিম, দুধ, পিয়াজ বিক্রয়

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন