চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীর সাথে ০৩ এপ্রিল ২০২৪ দুপুর ১:৩০ টায় হাটহাজারী অফিসার্স ফোরাম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর নেতৃবৃন্দ উপাচার্যের অফিস কক্ষে এক সৌজন্যে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেন। এ সময় হাটহাজারী অফিসার্স ফোরাম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর সভাপতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক চবি হিসাব নিয়ামক দপ্তরের উপ-হিসাব নিয়ামক মাসুদুল ইসলাম চৌধুরী এবং ফোরামের কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য হাটহাজারী অফিসার্স ফোরাম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ^বিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে দূরে অবস্থিত। প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ও পরিবহন সমস্যার কারণে অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে যথাসময়ে উপস্থিত হতে সমস্যা হয়। এ ক্ষেত্রে হাটহাজারী, স্থানীয় এবং ক্যাম্পাসে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে অফিসে উপস্থিত হলে কাজের ব্যঘাত সৃষ্টি হয়না।” মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আইনকে সমুন্নত রেখে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করলে এ বিশ^বিদ্যালয়ের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবে মর্মে প্রত্যশা ব্যক্ত করেন। তিনি হাটহাজারী অফিসার্স ফোরাম, চবি এর নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করে বিশ^বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সহযোগীতা প্রদানের আহবান জানান।
ফোরামের নেতৃবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যকে আন্তরিক অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেন। মাননীয় উপাচার্যের সাথে ফোরামের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম চৌধুরী। নেতৃবৃন্দরা বিশ^বিদ্যালয় পরিচালনায় মাননীয় উপাচার্যকে সর্বোচ্চ সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।