চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠার জন্য যিনি সুদূর প্রবাসে থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন আমাদের প্রিয়নেতা দেশনায়ক জনাব তারেক রহমান গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনে নির্যাতিত-নিপীড়িত প্রতিটি নেতাকর্মীর খোঁজ-খবর নিচ্ছেন, তাদের পাশে থাকেন। তারই ধারাবাহিকতায় তিনি প্রতি ঈদে শহীদ নুর মোহাম্মদ সেঞ্জুর পরিবারের পাশে দাঁড়ান এবং সার্বক্ষনিক খোঁজ-খবর নেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই আন্তরিকতা ও সহমর্মিতা তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও মহানুভবতার বহিঃপ্রকাশ যা এই দুঃসময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্বক আন্দোলনের পাথেয় হিসেবে সব পর্যায়ের নেতাকর্মীকে উজ্জীবিত করবে।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের বিরোধী মতের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। গত ১৫ বছর ধরে তারা বিএনপির নেতাকর্মীদের উপর দমন-পীড়নের ষ্টিম রোলার চালিয়ে বিএনপিকে ধংবসের অপচেষ্টা চালিয়ে আসছে। গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনে শহীদ নুর মোহাম্মদ সেঞ্জু সহ যারা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে,গুম হয়েছে, হামলা-মামলার শিকার হয়েছে কারও ত্যাগ বৃথা যাবেনা। জনগণের মেন্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে সরকারের সকল অপকর্মের বিচার হবে। যারা সরকারের অন্যায়-অপকর্মের সহযোগী হয়েছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাড়াঁতে হবে। এভাবে বেশি দিন আর চলবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে।
আজ ০৪ এপ্রিল (বৃহস্পতিবার) গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা নুর মোহাম্মদ সেঞ্জুর পরিবারের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার ও ঈদের শুভেচ্ছ্ াপ্রদানকালে তিনি এসব কথা বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেছেন, আওয়ামী লীগ শুধু হত্যা, গুম, খুন করেই ক্ষান্ত থাকে না। দেশের জনগণকে তারা ভাতেও মারছে। পবিত্র রমজানে খেটে খাওয়া মানুষ,নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। তাদের সীমাহীন লুটপাটের কারণে দেশে আজ দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। এদের হাত থেকে রক্ষা পেতে আন্দোলনের বিকল্প নেই। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ,সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজান বাদশা,বায়েজীদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন,আব্দুর রশিদ টিটু, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, মো. পারভেজ, এমদাদুল হক প্রমুখ।