চট্টগ্রাম সুহৃদ আয়োজিত রমজানের সামাজিক গুরুত্ব শীর্ষক আলোচা সভা সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে আজ নিউজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধানর বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন রমজানের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। রোজা মানুষের মনুষ্যত্ব জাগ্রত করে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। এ সময় আলোচনায় অংশ নেন বিজয় টিভির ডেপুটি ব্যুরো চিফ হাবীব রেজা, আকবর শাহ থানার এসআই আব্দুল আউয়াল, সমাজকর্মী ও সমাজ গবেষক যিকরু হাবীবিল ওয়াহিদ, শিল্পী সংগঠক শাদ ইরশাদ, সাংবাদিক জাহেদ কায়সার, জলছবি সম্পাদক সৈকত শুভ্র, কবি জুয়েল বাপ্পু, নির্মাতা মোঃ কামাল, শ্রমিক নেতা নুরুল ইসলাম সবুজ, সংগঠক আরাফাতুল আলম, দেলোয়ার হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন আনাস বিন আব্বাস
রমজানের সামাজিক গুরুত্ব অপরিসীম

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন