শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার ৬নং বিনাজুরী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লিপি বড়ুয়ার মৃত্যু হলে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারের আসন শুন্য হয় । ঐ ওয়ার্ডের মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্টিত হয় । নির্বাচনে প্রিয়া বড়ুয়া ব্যতিত অন্য কোন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন না করায় প্রিয়া বড়ূয়া বিনা প্রতিদন্দ্বিতায় মহিলা মেম্বার নির্বাচিত হয় । অপরদিকে রাউজানের ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বারের পদ শুন্য হলে ঐ ওয়ার্ডের মেম্বার পদে সঞ্চিতা মল্লিক নির্বাচনে প্রার্থী হয় । নির্বাচনে সঞ্চিতা মল্লিক ব্যতিত আর কোন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেনি । নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় সঞ্চিতা মল্লিক মেম্বার নির্বাচিত হয় ॥ গতকাল ৯ এপ্রিল মঙ্গলব্রা সকালে নিবাচিত দুই মহিলা মেম্বার সঞ্চিতা মল্লিক ও প্রিয়া বড়ুয়াকে উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা তার কার্যলয়ে শপথ করান ।
ছবির ক্যাপশনঃ রাউজান উপজেলা মুক্তিযোদ্বাদের মধ্যে ঈদ বস্ত্র বিতরন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব
রাউজানে মুক্তিযোদ্বা ও মুক্তিযোদ্বা পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরন
শফিউল আলম,রাউজানঃ রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক মুক্তিযোদ্বা ও ,মুক্তিযোদ্বা পরিবারের সদস্যদের ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব । গতকাল ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাউজান ডাক বাংলো ভবনে মুক্তিযোদ্বা ওতাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয় । এসময়ে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা অনিল কান্তি বিশ্বাস, খোকন কান্তি বড়ুয়া, সাধন পালিত বিমল কান্তি বড়ূয়া সহ মুক্তিযোদ্বা ও তাদের পরিবারের সদস্যরা।
রাউজানের দুইটি ইউনিয়নের নির্বাচিত দুই মহিলা মেম্বারের শপথ গ্রহন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন