পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় লরির ধাক্কায় তাছলিমা হাসান তায়েবা নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর সোয়া বারটার দিকে বাইতুন নূর জামে মসজিদের বিপরীত রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
তাছলিমা হাসান তায়েবা, নগরের ইপিজেড থানার কাজীর গলি এলাকার মো. হাসানের মেয়ে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, কাঠগড় বাইতুন নূর জামে মসজিদের বিপরীতে রাস্তায় রিক্সা করে হাসান ও তার স্ত্রী তাছলিমা আক্তার তাদের দেড় বছরের কন্যা শিশুকে নিয়ে যাচ্ছিলেন।
এ সময় বেপরোয়া গতিতে আসা একটি রিক্সার সামনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু তায়েবার মাথায় গুরুতর আঘাত পাই। পরবর্তীতে স্থানীয় লোকজন তায়েবাকে উদ্ধার করে চট্টগ্রাম মেমিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।