মিরসরাই প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ৪২ বছর বয়সী এক সনাতন ধর্মাবলম্বী নারী নিহত হয়েছে। রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১২টার সময় বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, বারইয়ারহাট বাজারের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সনাতন ধর্মাবলম্বীর নারী নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মহিলার বয়স ৪০-৪২ বছর হতে পারে। তার পরনে লাল হলুদ রঙের শাড়ি হাতে শাঁখা ও পায়ে বাটা ব্র্যান্ডের স্যান্ডেল রয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটি শনাক্তে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় নারী পথচারীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন