শফিউল আলম, রাউজানঃমাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলশপতি শাখার দায়রা শাখার নির্মাণ কাজ শূরু করা হয়েছে। গতকাল ২৯ এপ্রিল সোমবার সকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাইজভান্ডারী গাউছিয়আ হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাউজভান্ডরী গাউছিয়্ াহক কমটিি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা মহিনউদ্দীনমাউজভান্ডারী, কাজী আসলাম উদ্দীন। আরো উপস্থিত ছিলেন মাউজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপিতি শাখার উপদেষ্টা নুর মোহাম্মদ, সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আনোয়অর সওদাগর, সাংগঠনিক সম্পাদক সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন