খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, ভোরে বজ্রপাতে টিনের ঘরটিতে আগুন ধরে যায়। নিহতরা আর বের হতে পারেননি। এতে পুড়ে মরদেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
অপরদিকে জেলার রামগড়ের ডাক্তার পাড়ায় বজ্রপাতে গরজ চাকমা (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। মারা গেছে দুটি গরু। ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।