অস্ট্রেলিয়ার ওয়ের্স্টান সিডনী ইউনির্ভাসিটির স্কুল অব সোশাল সায়েন্সেস এর ডেভেলপমেন্ট স্টাডিজের সহযোগী অধ্যাপক ড. জুলফান তাজুদ্দিন ০৯ মে ২০২৪ সকাল ৯:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চবি অর্থনীতি বিভাগের প্রফেসর ও চবি সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক ও চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মু. গোলাম কবীর উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য অতিথিকে চবি ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি তাঁর সাথে কুশলাদি বিনিময় করেন এবং উভয় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
পরে অধ্যাপক ড. জুলফান তাজুদ্দিন পূর্বনিধারিত সমাজ বিজ্ঞান অনুষদ কনফারেন্স রুমে সকাল ১০:৩০ টায় চবি সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত “উবসড়পৎধপু ধহফ উবাবষড়ঢ়সবহঃ : ঝড়সব জবভষবপঃরড়হ ড়হ ঞযব খবব ঞযবংরং রহ খরমযঃ ড়ভ ওহফড়হবংরধ’ং ঊীঢ়বৎরবহপব” শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন চবি সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী এবং সঞ্চালনা করেন চবি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী। সেমিনারে চবি সমাজ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।